রূপসা উপজেলা প্রেসক্লাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১০:০৪ অপরাহ্ন | মিডিয়া কর্নার

মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
হিজরি ১২ রবিউল আউয়াল আজ। ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সা: দুনিয়াতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এ দিনেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ দিনটি পালন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রূপসায় ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সাঃ) উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। রবিউল আউয়াল উপলক্ষ্যে আজ ৯ অক্টোবর দুপুর ১২ টায় রুপসা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,সহ-সভাপতি এম মুরশিদ আলী,কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ, প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও অনলাইন সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু,সিনিয়র সহ-সভাপতি নাহিদ জামান, সদস্য মিলন মোল্লা, নুর নাহার।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এএস আই হুমায়ূন কবির, আহমদ উল্লাহ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রফিকুল ইসলাম।